জুয়ের হত্যা মামলায় আরো চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
 - / ১৬৬৩ বার পড়া হয়েছে
 
লালমনিরহাটের বুড়িমারীতে জুয়ের হত্যা মামলায় আরো চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে, নিহত জুয়েলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
রোববার দুপুরে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কথা জানান। গ্রেফতার হওয়া পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাসানুর রহমান, আবদুর রহিম, সোহেল রানা ও মাইনুল ইসলামকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এদিকে, দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়ার হাতে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই আবু ইউসুফ মোহাম্মদ তৌহিদুন্নবী। জুয়েল হত্যার সঠিক ও সুষ্ঠ বিচারের নিশ্চয়তা দেন জেলা প্রশাসক।
																			
																		















