জুলাই হত্যাযজ্ঞ ও নৃশংসতার দায় ব্যক্তিগত নয়, রাজনৈতিক অপরাধও

- আপডেট সময় : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১১ বার পড়া হয়েছে
জুলাই হত্যাযজ্ঞ ও নৃশংসতার দায় শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটা রাজনৈতিক অপরাধও। তাই আওয়ামী লীগ দলের বিরুদ্ধেও বিচারের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি জানান জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম। জুলাই-আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য ও জেরা শেষে একথা বলেন তিনি।
জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭ তম সাক্ষী নাহিদ ইসলামের জেরা শেষ হয় রোববার।বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের শাস্তি দাবি করেছেন নাহিদ ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ। এর সঙ্গে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল না।
নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে । তবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না।
আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর ।
এদিকে রংপুরের ট্রাইব্যুনাল-২ এ অনুষ্ঠিত হয় আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্য দেন শিক্ষার্থী সিয়াম আহসান আয়ান। তিনি জানান, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম তিনিই আবু সাঈদকে ধরেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এর আগে সকালে, এ মামলার গ্রেপ্তার ৬ জনকে এবং শেখ হাসিনার মামলার রাজসাক্ষী ও একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।