জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয়, মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই। তিনি বলেন, ধর্মের কারণে নিজেরা বিভক্ত হলে, জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দূর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে গিয়েএসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সব নাগরিক সমান অধিকার পাবে বলেও জানান ডক্টর ইউনূস।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দূর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করতে রাজধানীর ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে সরকার বাধ্য ।
মুক্ত পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথা জানিয়ে তিনি বলেন, মুক্তভাবে সবাই ধর্ম পালন করতে চায়।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।