জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে শিথিলেরও চিন্তা ভাবনা করছে। এমনটাই জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের জানান, করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থেকে সর্বাত্মক প্রস্ততি রয়েছে সরকারের। মানুষের জীবন সবার আগে। তার সাথে রয়েছে জীবিকার প্রশ্ন। সবকিছু বিবেচনা করে এবং অর্থনীতি সচল রাখতে ঈদের আগে লকডাউন কিছুটা শিথিল করা হতে পারে। তবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে সরকার।