জিয়াকে খাটো করার চেষ্টা জনগণ সফল হতে দেবে নাঃ আমীর খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানকে খাটো করার প্রচেষ্টা জনগণ সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রামের নাসিমন ভবনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে আয়োজিত সমাবেশের প্রস্তুতিসভায় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রাজনীতিকরা নয়, ইতিহাসবিদরাই ইতিহাস লিখে থাকেন। জিয়াউর রহমানকে নিয়ে যে অপপ্রচারে মেতেছে সরকার তা কখনো সফল হবে না। এসব প্রপাগাণ্ডায় কান না দিতে জনগণের প্রতি আহবান জানান তিনি।