জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ১৫ আগস্টের খুনীদের মদদ দিয়েছে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ১৫ আগস্টের খুনীদের মদদ দিয়েছে। সেই সাথে খুনিদের পুনর্বাসনও করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে একথা বলেন তিনি। এদিকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দলে থেকে স্থায়ীভাবে বহিস্কার করেছে আওয়ামী লীগ। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং এডভোকেট কামরুল ইসলামকে বাংলাদেশ আওয়ামীলীগের নতুন প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে এসে গেছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রাম পর্যায়ে। বিএনপিকে মানুষ কোন আশায় ভোট দিবে। তারা গরীবের টাকা লুট করে বিদেশে পাচার করেছে বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ১৫ আগস্ট খুনীদের মদদ দিয়েছে ও তাদের পুনর্বাসন করেছে বলেও জানান সরকার প্রধান। এতো উন্নয়নেরও পর কিছু মানুষ দেশে ও বিদেশে বসে অপপ্রচার করছে বলে জানান তিনি। এদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।