জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান। হারারেতে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের ২৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমের দল।
টস জিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৫ রান তোলে পাকিস্তান। দলীয় ৩৫ রানে শারজিল খানের উইকেট হারায় সফরকারীরা। এরপর প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ১২৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। ৫২ করে বাবর ফিরলেও, ৯১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। জবাবে মাদভেরের ফিফটিতে আশা জাগালেও, হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। হাসান আলীর বোলিং তোপে ৭ উইকেটে ১৪১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৫৯ রান করেন মাদভেরে। ১৮ রান খরচায় ৪ উইকেটে নেন হাসান আলী।
























