জিকে শামীম সহ ৮ আসামীর বিরুদ্ধে অর্থ পাচার মামলায় বিচার শুরুর নির্দেশ
- আপডেট সময় : ০২:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৭২৫ বার পড়া হয়েছে
বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম সহ ৮ আসামীর বিরুদ্ধে অর্থ পাচার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ১৯ নভেম্বর আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামে আজ এই আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যা ব। ওই ভবন থেকে নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক বই, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে। পরে গুলাশান থানায় মামলা দায়ের করা অভিযোগ পত্র আমলে নেয় আদালত।
















