জালালপুর ইউনিয়নে আওয়ামী লীগ কর্মীদের হাতুড়ি পেটায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে আওয়ামী লীগ কর্মীদের হাতুড়ি পেটায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কৃষ্ণকাটি-রথখোলায় আনারস প্রতীকের কর্মী সমাবেশে যাওয়ার পথে জালালপুর এলাকায় আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলাম মুক্তির কর্মীরা আনারস সমর্থকের ৫ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে এবং দোকান ভাঙচুর ও নগদ টাকা নিয়ে যায়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম মফিদুল হক লিটু জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকা প্রার্থীর ক্যাডার তার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। রবিউল ইসলাম মুক্তি বিষয়টি অস্বীকার করে বলেন, এঘটনায় নৌকা সমর্থক কোন কর্মী জড়িত না। তালা থানা কর্মকর্তা মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ এলাকা পরিদর্শন করেছে তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।























