জামালপুর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদকসহ ৫ মাদক কারবারী আটক

- আপডেট সময় : ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ৫ মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। এসময় উদ্ধার করা হয় ৭ হাজার ৩৮৫ পিস ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা। জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেল।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ জানান, ভোরে ভারত সীমান্তের ঝাউডাঙ্গা এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবি’র সদস্যরা ঝাউডাঙ্গা বিওপির সামনে একটি মোটর সাইকেলে থাকা কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুজন ও সবুজ এবং জামালপুরের বকশীগঞ্জের পীরেরচর গ্রামের সহিজল নামে ৩ মাদক কারবারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বাঘারচর বিওপির মাখনের চরে অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ৬ হাজার ৮৫০ পিস ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাঘারচর বিওপির কদমতলা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় শেরপুরের মাছপাড়া গ্রামের ইরানি ও জামালপুরের দেওয়ানগঞ্জের হাফিজুর রহমান নামে আরো দুই মাদক কারবারীকে ৪শ’ পিচ ইয়াবাসহ আটক করে বিজিবি সদস্যরা।