জামালপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ফারহান আহমেদের মোটর শোভাযাত্রা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জামালপুর পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদের মেয়র পদের সমর্থনে মোটর শোভাযাত্রা হয়েছে।
বিকেলে স্থানীয় যুবসমাজের আয়োজনে শহরের কম্পপুর মাঠ থেকে মোটর শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মির্জা আজম চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, জলাবদ্ধতা নিরসন ও আধুনিক পৌরসভা নির্মাণে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।