জামালপুরে যমুনা নদীর ৯২ কিলোমিটার বাধের মাঝে ২০ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
জামালপুরে যমুনা নদীর তীর সংরক্ষণে ৯২ কিলোমিটার বাধের মাঝে ২০ কিলোমিটারের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আরো ৬ কিলোমিটার বাধের কাজ চলছে।
বাকি অংশ সমীক্ষা শেষে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দিতে যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মিজানুর রহমান,অতিরিক্ত মহাপরিচালক মাহাবুবুর রহমান,প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার,জামালপুররে নির্বাহী প্রকৌশলী আবু সাইদ, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নাসের বাবুলসহ আরো অনেকে।