জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে রেব- ১৪।
এলাকাবাসী জানায়, মৃত আজাদ শেখের ছেলে রফিককে তার সৎ ভাই মনজিল ইসলাম কালু, মা মঞ্জুয়ারা বেগম, বোন ময়না এবং তার নানী মিলে বাড়ীর সামনে ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় রফিক। পরে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চারজনকে আটক করে রেব-১৪। জামালপুর রেব’ এর সহকারী কমান্ডার সবুজ রানা জানান, নিহত রাফিক ঘটনার তিনদিন আগে বাড়ীর পাশের একটি কাঠাল গাছ ২৫শ’ টাকায় বিক্রি করেন। এই ঘটনার জেরেই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।























