জামালপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৮১৭ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে নওশের আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার রাতে মাদারগঞ্জের বালিড়–রি গ্রামে নিহত নওশের আলীর নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের অভিযোগ একই এলাকার আবুল হোসেনের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গেল ২৫ এপ্রিল মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় নওশের আলীকে আবুল হোসেন লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারী হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যায় সে।এ নিয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে নওশেরের পরিবার।
























