জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন- নানমাদোল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন- নানমাদোল। আজই টাইফুনটি দক্ষিণাঞ্চলীয় কিউশু উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয় কয়েক লাখ বাসিন্দাকে।
ঝড়ের আঘাত থেকে বাঁচতে এরই মধ্যে ২০ লাখ বাসিন্দা আশ্রয় চেয়েছে। দেশটির জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ধরনের আবহাওয়া পরিস্থিতি খুবই দুর্লভ। একে ‘বিশেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই ঝড়ে ভূমিধসেরও সতর্কবার্তা জারি করা হয়েছে। খবরে আরও বলা হয়, ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে সর্বোচ্চ গতিতে এই ঝড় আঘাত হানতে পারে। ঝড়ের আগাম প্রভাবে জাপান জুড়ে বৃষ্টি হচ্ছে।