জাতীয় সংসদ নির্বাচন ধরে মাঠ গোছানোর প্রস্তুতি ক্ষমতাসীনদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ১৯৬৭ বার পড়া হয়েছে
আগামী বছর জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে মাঠ গোছানোর প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। তবে, বিএনপির গতিবিধি দেখে তারা রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত দলটির।
মহাজোটের কার্যক্রম প্রকাশ্যে আসতে আরও সময় লাগতে পারে জানা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি রাজনৈতিক কী কৌশল গ্রহণ করবে, এরওপরও নির্ভর করছে মহাজোটের ভবিষ্যৎ। এজন্য জাতীয় পার্টির মতামত নেয়া হবে।এদিকে নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ নিজেদের অনুকূলে রাখতে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করার কথা বলা হলেও সেই পদক্ষেপ এখনো নেয়নি আওয়ামী লীগ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ঐক্যের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন দলটির নেতারা।











