জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে বিক্ষোভ, অবরুদ্ধ পরিচালক

- আপডেট সময় : ০৮:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যা মামলা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় হাসপাতালের পরিচালকের কক্ষে তালা দিয়ে তাকে অবরুদ্ধ রাখেন বিক্ষোভকারীরা। ডা. মামুনকে গ্রেফতারের ব্যাখ্যার পাশাপাশি কর্মস্থলে নিরাপদ পরিবেশ সৃষ্টিসহ ৩ দফা দাবি জানান তারা ।
চলতি মাসের ৯ নভেম্বর আদাবরের মাইন্ড অ্যাইড হাসপাতালে কর্মচারীর মারধরে মারা যায় জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আনিসুল করিম শিপন।
এঘটনায় গ্রেফতার চার জনের স্বীকারোক্তির ভিক্তিতে গতকাল ভোরে আটক করা হয় জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে।
এর প্রতিবাদে সকালে জাতীয় মানসিক হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা ও কর্মচারিরা হাসপাতালের সামনে বিক্ষোভ করে । পরে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা ।
এতে সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত রোগীর সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে রোগীদের স্বজনরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের আগে নিয়ম নীতির তোয়াক্কা কা হয়নি।
এএসপি আনিসুল জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসলে রেজিষ্টার মামুন তাকে মাইন্ড অ্যাইড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছে আসামীরা।