জাতীয় প্রেসক্লাবের সামনে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান চেয়ে মানববন্ধন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
 - / ১৫৯৪ বার পড়া হয়েছে
 
নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান চেয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অক্ষত অবস্থায় উদ্ধার চেয়ে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার দাবি জানান। কাজলের সন্ধান না দিলে, কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। ডিইউজে নেতারা বলেন, সাংবাদিক কাজলকে হারিয়ে তার পরিবার উদ্বিগ্ন রয়েছে। বিগত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।
																			
																		













