জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগীতার শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
 - / ১৬০০ বার পড়া হয়েছে
 
এক্সিম ব্যাংক ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগীতার শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে ফাইনাল শেষ হয়নি রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র বিতর্ক তৈরি হওয়ার কারণে।
ম্যাচের ৪১ মিনিটে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ত্যাগ করে পুলিশ হ্যান্ডবল ক্লাব।তখন দু’দলের স্কোর ছিলো সমান ২২। ১৫ মিনিট অপেক্ষা করার পরও পুলিশ হ্যান্ডবল ক্লাব মাঠে না নামায় আনসারকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
																			
																		














