জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
লালমনিরহাট জেলা সদর হাসপাতাল পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি একথা বলেন। এর আগে হাসপাতালে পৌছালে ফুল দিয়ে অভ্যার্থণা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ কর্মকর্তারা। পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন জিএম কাদের। এসময় হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শুনে চিকিৎসাসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জাতীয়পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।






















