০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৫৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৭৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে রাজশাহীতে ১ম বারের মতো আয়োজিত হয়ে গেলো এন, ইউ, এস, ডি, এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ জহুর আলী।

আয়োজনে যুক্ত হয়ে তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার বাহিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এন, ইউ, এস, ডি, এফ বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রসংসনীয়। তিনি আগামীতেও এই ধরনের উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। সর্বশেষে আয়োজক এবং উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

‎দক্ষতা উন্নয়নের এই বিশেষ সামিটে উপস্থিত ছিলেন আসিফ ইকবাল যিনি বাংলাদেশের অন্যতম মিউজিক কোম্পানি- গাঙচিল মিউজিক এর প্রতিষ্ঠা এবং একইসাথে এ্যাসিক্স কোম্পানীর একজন অন্যতম সৃজনশীল উদোক্তা। আরো উপস্থিত ছিলেন আবু সায়েম মোঃ জান্নাতুন নূর, পরিচালক গণ উন্নয়ন কেন্দ্র এবং ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক কে. এম.হাসান রিপন। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মুহাম্মদ আবদুল আউয়াল মিয়ান, অধ্যক্ষ – সরকার এডওয়ার্ড কলেজ পাবনা, জনাব সারওয়ার জাহান , অধ্যক্ষ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, মোঃ নাহিদ ইসলাম অনিক, পরিচালক, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এন্ড রাজশাহী অ্যাপোলো হাসপাতাল, ডাঃ আমানউল্লা বিন আকতার আবিদ -স্থানীয় জেসিআই সভাপতি রাজশাহী ২০২৫, রাহুল সরকার, জুনিয়র সাইবার সিকিউরিটি অফিসার- এমআইএস বিভাগ, সিটিজেন্স ব্যাংক পিএলসি।

‎বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হোসেন, পিপল অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট লিড কনফিক্স গ্রুপ, মুন্নি আকতার, এক্সেসর – ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তাফহিম আউয়াল মজুমদার প্রিসিলা- জেনারেল সেক্রেটারি এন, ইউ, এস,ডি,এফ বাংলাদেশ, রেহান আসিফ – রিজিওনাল এইচআর প্রফেশনাল এন্ড ট্রেইনার, মোঃ রকিবুল হাসান খান – এইচআর বে ডেভেলপমেন্টস লিমিটেড অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ফাহিম হাসান নিহান, সহকারী ব্যবস্থাপক, মার্কেটিং, ইভেন্ট এবং অ্যাক্টিভেশন- আকিজ বেকার্স লিমিটেড এবং এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন সহ সংগঠনের দায়িত্বশীলরা।

‎এন, ইউ, এস,ডি,এফ বাংলাদেশ এর এই দক্ষতা উন্নয়ন সামিটে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। টাইটেল পার্টনার “MSR Clearance”, স্কিল ডেভেলপমেন্ট পার্টনার “Creative IT Institute”, ফুড পার্টনার “Callisto”, হেলথ পার্টনার “Rajshahi Apollo Hospital”, নিউট্রিশন পার্টনার ” শক্তি ” , টেক পার্টনার “আলফা টেক”, গিফট পার্টনার ” SSB Leather ” এজ্যুকেশন পার্টনার ” ICTBANGLA” এবং ফোটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলো “INSCENEC THEATRE” । আমাদের সাথে ক্লাব পার্টনার হিসেবে যুক্ত হয়েছে “Club of Economics , Rajshahi College” এবং ” Club of Mathematics।

‎এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ ২০২০ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সংগঠনটি সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উন্নয়নের নতুন জাগরণ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহীতে প্রথমবারের মতো দক্ষতা উন্নয়ন সামিট অনুষ্ঠিত হয়েছে যেখানে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের ৩০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীরা সেখানে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন, কর্পোরেটদের প্রশ্ন জিজ্ঞাসা সহ তাদের অভিজ্ঞতা শুনেছেন। এছাড়া এন ইউ এস ডি এফ বাংলাদেশ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আরো বেশি আগ্রহী করতে ল্যাপটপ প্রদান সহ বিভিন্ন গিফট উপহার দিয়েছেন।

‎এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ প্রতি বছর শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সামিট, জব ফেয়ার, আইটি সামিট, ইন্ড্রাস্ট্রি ট্যুর, পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড, কেস স্টাডি কম্পিটিশন, টিম বিল্ডিং ডে, ক্যারিয়ার ডে, এর মতো অফলাইন – অনলাইন সেশন সহ আরও অনেক ফ্রী লার্নিং সেশন আয়োজন করে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন জানান, শিক্ষার্থীদের এমন উপস্থিতি তাকে আরো বেশি কাজ করার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, আমরা চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো কোনোভাবেই আর পিছিয়ে না থাকেন। তাই আমাদের প্রদান লক্ষ্য শিক্ষার্থীদের ক্যাম্পাস টু কর্পোরেট যাত্রার জন্য প্রয়োজনীয় সকল দক্ষতা উন্নয়নের ব্যবস্থা তৈরি করে দেওয়া এবং সেটা প্রতিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে রাজশাহীতে ১ম বারের মতো আয়োজিত হয়ে গেলো এন, ইউ, এস, ডি, এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ জহুর আলী।

আয়োজনে যুক্ত হয়ে তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার বাহিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এন, ইউ, এস, ডি, এফ বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রসংসনীয়। তিনি আগামীতেও এই ধরনের উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। সর্বশেষে আয়োজক এবং উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

‎দক্ষতা উন্নয়নের এই বিশেষ সামিটে উপস্থিত ছিলেন আসিফ ইকবাল যিনি বাংলাদেশের অন্যতম মিউজিক কোম্পানি- গাঙচিল মিউজিক এর প্রতিষ্ঠা এবং একইসাথে এ্যাসিক্স কোম্পানীর একজন অন্যতম সৃজনশীল উদোক্তা। আরো উপস্থিত ছিলেন আবু সায়েম মোঃ জান্নাতুন নূর, পরিচালক গণ উন্নয়ন কেন্দ্র এবং ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক কে. এম.হাসান রিপন। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মুহাম্মদ আবদুল আউয়াল মিয়ান, অধ্যক্ষ – সরকার এডওয়ার্ড কলেজ পাবনা, জনাব সারওয়ার জাহান , অধ্যক্ষ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, মোঃ নাহিদ ইসলাম অনিক, পরিচালক, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এন্ড রাজশাহী অ্যাপোলো হাসপাতাল, ডাঃ আমানউল্লা বিন আকতার আবিদ -স্থানীয় জেসিআই সভাপতি রাজশাহী ২০২৫, রাহুল সরকার, জুনিয়র সাইবার সিকিউরিটি অফিসার- এমআইএস বিভাগ, সিটিজেন্স ব্যাংক পিএলসি।

‎বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হোসেন, পিপল অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট লিড কনফিক্স গ্রুপ, মুন্নি আকতার, এক্সেসর – ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তাফহিম আউয়াল মজুমদার প্রিসিলা- জেনারেল সেক্রেটারি এন, ইউ, এস,ডি,এফ বাংলাদেশ, রেহান আসিফ – রিজিওনাল এইচআর প্রফেশনাল এন্ড ট্রেইনার, মোঃ রকিবুল হাসান খান – এইচআর বে ডেভেলপমেন্টস লিমিটেড অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ফাহিম হাসান নিহান, সহকারী ব্যবস্থাপক, মার্কেটিং, ইভেন্ট এবং অ্যাক্টিভেশন- আকিজ বেকার্স লিমিটেড এবং এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন সহ সংগঠনের দায়িত্বশীলরা।

‎এন, ইউ, এস,ডি,এফ বাংলাদেশ এর এই দক্ষতা উন্নয়ন সামিটে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। টাইটেল পার্টনার “MSR Clearance”, স্কিল ডেভেলপমেন্ট পার্টনার “Creative IT Institute”, ফুড পার্টনার “Callisto”, হেলথ পার্টনার “Rajshahi Apollo Hospital”, নিউট্রিশন পার্টনার ” শক্তি ” , টেক পার্টনার “আলফা টেক”, গিফট পার্টনার ” SSB Leather ” এজ্যুকেশন পার্টনার ” ICTBANGLA” এবং ফোটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলো “INSCENEC THEATRE” । আমাদের সাথে ক্লাব পার্টনার হিসেবে যুক্ত হয়েছে “Club of Economics , Rajshahi College” এবং ” Club of Mathematics।

‎এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ ২০২০ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সংগঠনটি সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উন্নয়নের নতুন জাগরণ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহীতে প্রথমবারের মতো দক্ষতা উন্নয়ন সামিট অনুষ্ঠিত হয়েছে যেখানে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের ৩০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীরা সেখানে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন, কর্পোরেটদের প্রশ্ন জিজ্ঞাসা সহ তাদের অভিজ্ঞতা শুনেছেন। এছাড়া এন ইউ এস ডি এফ বাংলাদেশ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আরো বেশি আগ্রহী করতে ল্যাপটপ প্রদান সহ বিভিন্ন গিফট উপহার দিয়েছেন।

‎এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ প্রতি বছর শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সামিট, জব ফেয়ার, আইটি সামিট, ইন্ড্রাস্ট্রি ট্যুর, পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড, কেস স্টাডি কম্পিটিশন, টিম বিল্ডিং ডে, ক্যারিয়ার ডে, এর মতো অফলাইন – অনলাইন সেশন সহ আরও অনেক ফ্রী লার্নিং সেশন আয়োজন করে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন জানান, শিক্ষার্থীদের এমন উপস্থিতি তাকে আরো বেশি কাজ করার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, আমরা চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো কোনোভাবেই আর পিছিয়ে না থাকেন। তাই আমাদের প্রদান লক্ষ্য শিক্ষার্থীদের ক্যাম্পাস টু কর্পোরেট যাত্রার জন্য প্রয়োজনীয় সকল দক্ষতা উন্নয়নের ব্যবস্থা তৈরি করে দেওয়া এবং সেটা প্রতিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া।