জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা উদ্যোগ হাতে নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নতুন প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে এখন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা উদ্যোগ হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে গনভবন থেকে ভার্চুয়ালী যোগদিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনী আরো এগিয়ে যাবে। সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান আরো বলেন, দেশের শসস্ত্রবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি রক্ষায় তারা কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।