জমজমাট হয়ে উঠেছে অমর একুশে বই মেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৯৮ বার পড়া হয়েছে
জমজমাট হয়ে উঠেছে অমর একুশে বই মেলার দ্বিতীয় সপ্তাহের শিশু প্রহর। আয়োজনে ক্ষুদে পাঠকদের বাড়তি আনন্দ দেয় সিসিমপুরের স্টল। বইয়ের গন্ধের সাথে টুকটুকি আর হালুমদের কাছ থেকে দেখে উচ্ছ্বসিত শিশুরা।
শুক্রবার বেলা ১১ টায় বইমেলার প্রধান ফটক খোলার পর থেকেই ছিলো ক্ষুদে পাঠকদের আনাগোনা। সঙ্গে ছিলে অভিভাবকরাও। শিশুরা ঘুরে ফিরে দেখ ছিলো গল্প, ছড়া ও ছবির বই।
এছাড়া শিশুদের অনেকেরই আগ্রহ জনপ্রিয় শো সিসিমপুর। টেলিভিশনে দেখা চরিত্রগুলো সামনে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা।
ছুটির দিনে শিশুরা সুস্থ বিনোদের সুযোগ পাওয়ায় খুশি অভিভাবকরাও। শিশু প্রহরের পরিধি বাড়ানোর দাবি তোলেন অনেকে।
শিশুদের মাঝে বই পড়ার আগ্রহ বাড়াতে পারলে মজবুত হবে আগামীর পথ, এমনটাই মনে করেন অনেকে।
স্টলের পাশে থাকা কয়েকটি খেলাধুলার স্পটে ছিলো শিশুদের প্রাণবন্ত উপস্থিতি।