জমকালো আয়োজনে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জমকালো আয়োজনে মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ।
সকালে বন্দর ভবনের সামনে কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বন্দরের সকল স্তরের কর্মকর্তা ও কমচারী। এসময় উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহজাহান, সচিব মোঃ ওমর ফারুক, বন্দর সিবিএ সেক্রেটারী নাইবুল ইসলাম ফটিকসহ অনেকেই। এদিকে, জাতীয় শিশু দিসব উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দলীয় অসচ্ছল কর্মীর মাঝে সেলাই মেশিন বিতরণ করে ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিন।










