জনগন ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এই সরকার পালানোর পথ খুজে পাবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জনগন ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এই সরকার পালানোর পথ খুজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে জাতীয় কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, এই সরকারের অধীনে নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিবেনা। আ.লীগ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের মোড়কে বাকশালকেও ছাড়িয়ে গেছে| এসবের জন্য সরকারকে একদিন জনগনের কাছে জবাবদিহিও করতে হবে বলেন তিনি।