জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
জনগণ যে বিএনপিকে প্রত্যাখান করেছে, তা ঢাকা সিটি নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ অভিযোগ করে বলেছেন, দলটি ক্ষমতায় থাকতেও দেশবিরোধী কাজ করেছে, এখন ক্ষমতার বাইরে থেকেও উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে কাজ করেছে।
সকালে, কুষ্টিয়া পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইভিএম পদ্ধতির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির রাজনীতি কায়েমের যে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন, তার জবাবে হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এদেশে প্রথম ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন। ভোট সংক্রান্ত অপকর্মের সাথে যারা আগেই জড়িত, তাদের মুখে ভোট নিয়ে কোন অভিযোগ মানায় না বলেও মন্তব্য করেন তিনি।