জনগণের ভোট ছাড়া নির্বাচন একটি দেশের গণতন্ত্রের অভাববোধ প্রমাণ করে : ড. আকবর আলী খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
জনগণের ভোট ছাড়া নির্বাচন একটি দেশের গণতন্ত্রের অভাববোধ প্রমাণ করে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান। নির্বাচন ও গণতন্ত্র ছাড়া যে কোন রাষ্ট্র অসম্পূর্ণ বলেও জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়ায় এমাজউদ্দিন রাষ্ট্রের সুশাসন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যাপক কাজ করেছেন। তাই আজ তার না থাকার অভাববোধ সকলেই অনুভব করেন বলে উল্লেখ করেন ড. আকবর আলী খান।