জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিলের দাবি বিশিষ্টজনদের
- আপডেট সময় : ০৮:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইন, নাগরিকের নিরাপত্তা না দিয়ে মতপ্রকাশের মৌলিক অধিকার হরণের জন্য প্রণয়ন করা হয়েছে, বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। এক ওয়েবিনারে এ মন্তব্য করেন তারা। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই আইন দ্রুত বাতিলের দাবি তাদের।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ নাগরিক সমাজের চোখে” শীর্ষক এই ওয়েবিনারের আয়োজক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ সিজিএস।
শুরুতেই গেলো দু’বছরে এই আইনের আওতায় করা মামলায় কতজন হয়রানির শিকার হয়েছেন তার একটি সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হয়।
সংস্থাটির তথ্য বলছে, ২০২০ থেকে পরবর্তী দুই বছরে ৮৩৫ মামলার আসামী ২ হাজার ২শ ২২ জন। রাজনীতিবিদ, সাংবাদিক এমনকি শিশুসহ গ্রেপ্তার হয়েছেন ৭৬৫।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সাধারণ মানুষ ও সাংবাদিকদের দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইনটি গণতন্ত্রের জন্য হুমকি।
ওয়েবিনারে অংশ নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই আইনের অপপ্রয়োগ করছে পুলিশ বাহিনী। ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
যে আইন জনগণের স্বাধীন মতপ্রকাশের অন্তরায় সে আইন অবিলম্বে বাতিলের দাবি জানান বক্তারা।










