জনগণের ছিনিয়ে নেয়া অধিকার ফিরে পাওয়ার দিন ১২ ফেব্রুয়ারি : তারেক রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
জনগণের ছিনিয়ে নেয়া অধিকার ফিরে পাওয়ার দিন ১২ ফেব্রুয়ারি। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশাল নির্বাচনী জনসভায় এমন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারকে সহায়তা করা হবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সকাল থেকেই জনসভা স্থলে হাজার হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে যোগ দেন। জনসভায় যোগ দেন বিভাগের চার জেলার নেতাকর্মী ও সমর্থকরা। চারটি জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান।
সবশেষ, ২০০৩ সালে রোডমার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন।
















