জনগণকে সম্মান দিয়ে তাদের সেবায় কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
জনগণকে সম্মান দিয়ে তাদের সেবায় কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে র্ভাচুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের ভাগ্য পরিবতর্নে সবাইকে এক সাথে কাজ করেত হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেদের মেধা বিকাশের মধ্যে দিয়ে মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন তিনি। বঙ্গকণ্য শেখ হাসিনা আরো বলেন, মানুষের বিচার পাওয়াটা নিশ্চিত করতে হবে। সঠিক আইন প্রয়গের মধ্যে দিয়ে মানুষের দু:খ লাগবে কাজ করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।