জনগণকে ধমক দিয়ে আ’লীগ অবৈধ নির্বাচন করতে চাচ্ছে : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৭৫০ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। এ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ, গোটা জাতি। রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
রিজভী জানান, আওয়ামীলীগ নিজেরা নিজেরা খুন করছে, নাশকতা করছে, মানুষ মারছে, আর এর দায় চাপাচ্ছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের ওপর। সরকার জোর করে অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে, তাদের বিরুদ্ধে জনগণকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তিনি ৭ জানায়ারী ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান।