জনগণকে গুম-খুনের ভয় দেখিয়ে সরকার গণতন্ত্র কেড়ে নিয়েছে: মির্জা ফখরুল

- আপডেট সময় : ১১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই সেখানে ন্যায়বিচার পাওয়ায় শঙ্কার কথাও জানান তিনি। TWO দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে গুম-খুনের ভয় দেখিয়ে সরকার গণতন্ত্র কেড়ে নিয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার বিকেলে “আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক সেমিনারের আয়োজন করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা।
স্বাধীনতার আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার আবার ফিরিয়ে আনতে আওয়ামী সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
সভায় বিএনপি মহাসচিব দেশের বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ করেন।
জনগণের ভোটাধিকার নিশ্চিতে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
কঠোর গণআন্দোলন গড়ে তুলে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।