জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
সকালে ঝালকাঠি শহরের স্টেশন রোডে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশে কোনভাবেই জঙ্গিদের আর সক্রিয় হতে দেয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ।পাশাপাশি পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ডিআইজি।

 
																			 
																		























