জঙ্গিদের ব্যাপারে প্রতিবেশী দেশ বাংলাদেশকে সতর্ক করেছে : ডিএমপি কমিশনার

- আপডেট সময় : ০২:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
জংগীদের ব্যাপারে প্রতিবেশী দেশ বাংলাদেশকে সতর্ক করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বেশ কিছু দেশে যেকোনো সময়ে জংগীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাই পহেলা বৈশাখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
দুপুরে রমনা বটমূল পরিদর্শনে এসে এসব কথা বলেন কমিশনার। এবারের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। তিনি আরও বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে রমনা বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে । এদিকে, রমনা এলাকায় পুরোদমে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। এসময় অনুষ্ঠান এলাকায় যেকোনো হামলা হলে কী ধরনের ব্যবস্থাপনা নেয়া হবে তার মহড়া করা হয়। এতে অংশ নেয় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ডগ স্কোয়াড।