ছেলে আর প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর লাশ গুম
- আপডেট সময় : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
এক বছর পর বগুড়ার ব্যবসায়ী রফিকুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শুক্রবার সোনাতলায় গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মাটি চাপা কঙ্কাল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ছেলেকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী রফিকুলকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে নিখোঁজের গল্প ফাঁদে তার স্ত্রী রেহানা বেগম। এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে।
রফিকুল ইসলাম একজন ব্যবসায়ী। তার স্ত্রী রেহানা বেগম। গ্রামের মহিদুল নামে একজনের সঙ্গে স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বাধা দিলে স্বামীকেই হত্যার পরিকল্পনা করা হয়। গেল বছরের জুনে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে রফিকুলকে অচেতন করে। ছেলে আর প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর বাড়ির পাশের ধানক্ষেতে লাশ মাটিচাপা দেয়। পরদিন সে সোনাতলা থানায় জিডি করে স্বামী নিখোঁজ।
রফিকুলের সন্ধানে নামে পুলিশ। ছেলে জসিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পরে রেহেনা, তার প্রেমিক ও ভাগ্নে শাকিলকেও আটক করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা করা হবে, জানালেন বগুড়ার পুলিশ সুপার। সমাজে যেন এমন অপরাধ আর না ঘটে সে কারণে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি এলাকাবাসীর।




















