ছুটির দিনে আরো জমজমাট হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা

- আপডেট সময় : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ছুটির দিনে আরো জমজমাট হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। মেলার শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থীর সমাগম তেমন না থাকলেও ছুটির দিনগুলোর উপস্থিতি পাল্টে দিয়েছে গ্রন্থমেলার পুরো চিত্র। মেলায় মূলত ছুটির দিনগুলোর বেচা-বিক্রিই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে বলে প্রকাশকদের লক্ষ্যই থাকে এই দিনগুলো। এদিকে, নবীন লেখকদেরকে ভালো বই লিখতে প্রচুর বই পড়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।
অমর একুশে গ্রন্থমেলার চিত্র অনেকটাই পাল্টে যায় ছুটির দিনগুলোতে। শনিবার ছুটির দিন হওয়ায় অন্য দিনের চেয়ে ক্রেতা-দর্শনার্থীর ভীড় বেশী ছিলো মেলার প্রবেশ দ্বার থেকে শুরু করে স্টলগুলোতেও।
প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয় মেলার উন্মুক্ত মঞ্চে। শনিবারও তার ব্যতিক্রম ছিল না। বেশকিছু নতুন বইয়ের মোড়ক উন্মোচনের পর মেলায় বই প্রকাশের অনুভূতি জানালেন লেখকরা।
বইমেলার শুরুর দিকে দর্শক সমাগম তেমন না হলেও ছুটির দিনগুলোয় ক্রেতাদের এই সরব উপস্থিতিতে আশার আলো খুঁজে পান প্রকাশকরা। কর্মজীবীদের জন্য মেলায় আসার ইচ্ছা পূরণ হয় কেবল ছুটির দিনগুলোতেই।
এদিকে, নতুন প্রজন্মকে আরো বই পড়ার পরামর্শ দিয়ে, ভালো বই লিখতে নতুন লেখকদের আরও যত্নশীল ও পড়ুয়া হতে বললেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক ড. জাফর ইকবাল।
সপ্তম দিনে ২০১টি নতুন বইসহ এবারের মেলায় মোট বই এসেছে ৮৪১টি।