ছাত্রলীগের বিরুদ্ধে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ
- আপডেট সময় : ১১:১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৪৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জানায়, অগ্নিবীণা হলের একটি কক্ষে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ এবং ফয়জুর রাজ্জাক অনিক গ্রুপ মারামারিতে জড়ায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করলে আবু নাঈম আব্দুল্লাহ গ্রুপের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়। ঘটনার জেরে আবু নাঈম আব্দুল্লাহ’র নির্দেশে ১৫ থেকে ২০ জন রাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আহসান হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।























