ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে মামলা, ২০ নেতাকর্মী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে উভয় পক্ষের ২০ নেতাকর্মীকে আটক করেছে।
বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বাদী হয়ে ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে। একই সময় ওই সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ বাদী হয়ে ৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, সংঘর্ষের পর থেকে ভোর পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নিহত ছাত্রলীগ নেতা বিজয়ের স্মরণে জেলা আওয়ালীগ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে বাক-বিতন্ডার এক পর্যায়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা