ছাগলনাইয়া থানার সাবেক ওসি মুর্শেদসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০৬:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ছাগলনাইয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুর্শেদসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যাচেষ্টা ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আনা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বাদী গিয়াসউদ্দিন দুলাল একজন পিকআপ চালক। গত বছরের ১৭ জানুয়ারী ফেনী সদরের কাজীরবাগে তাকে মাদক মামলার ভয় দেখায় পুলিশ। এসময় থানার দুই সোর্সসহ পুলিশ সদস্যরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ওসি মোর্শেদ ও পুলিশ সদস্য সুকান্ত বড়ুয়া শটগান নিয়ে দুলালের ডান পায়ে ৩ রাউন্ড গুলি করে। এরপর তারা এলোপাথাড়ি লাথি মেরে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে। মার খেয়ে অজ্ঞান হয়ে পড়লে পুলিশরা ভাবে দুলাল মারা গেছে। ৭ দিন পুলিশের হেফাজতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফের তার বিরুদ্ধে ১৪শ’ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে পাঠায়।