চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য-প্রযুক্তিবিদদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

- আপডেট সময় : ১১:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও জালিয়াতির চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য-প্রযুক্তিবিদদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি-২০২১’ এবং ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন,‘তথ্যপ্রযুক্তি একদিকে যেমন আমাদের জন্য অবারিত সুযোগের দ্বার উন্মোচিত করেছে, তেমনি এর অপব্যবহার ও জালিয়াতির কারণে অনেক চ্যালেঞ্জেরও জন্ম দিয়েছে।’ তথ্যপ্রযুক্তিবিদদের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান রাষ্ট্রপ্রধান। তথ্যপ্রযুক্তির বিনিময় ও হস্তান্তর বৈশ্বিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করেছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি উদ্ভাবন বা আমদানিই যথেষ্ট নয়। বরং এর টেকসই ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি আশা করেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় টেকসই প্রযুক্তির উদ্ভাবন, প্রসার এবং ব্যবহারের মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।