চেক জালিয়াতির মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ অক্টোবর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ফারমার্স ব্যাংকের করা দুই কোটি টাকা চেক জালিয়াতির মামলায় রিজেন্টের মো. সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ অক্টোবর ঠিক করেছেন আদালত। এসময় আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ১০ হাজার টাকা মূচলেকায় সাহেদকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান
ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ মো আল আমিন মামলার পরবর্তী দিন ঠিক করেন। এরআগে সকাল ১১টার দিকে সাহেদকে করাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখান আদালত। শুনানিতে পরবর্তী তারিখ নির্ধারণের পাশাপাশি আসামিপক্ষে জামিন আবেদনের প্রেক্ষিতে সাহেদকে জামিন দেয়। ২০১৭ সালে ফারমার্স ব্যাংক রিজেন্ড হাসপাতাল ও সাহেদসহ তিনজনের বিরুদ্ধে সিএমএম আদালতে দুই কোটি টাকা চেকের মামলা করে ।