চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম মারা গেছেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগার সুত্র জানায়, মাদক মামলায় রবিউল ইসলামের ১ বছরের সাজা হয়। গত ১৫ মে তাকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তর করা হয়। শনিবার বেলা ১১টার দিকে জেলাখানার অভ্যন্তরের পড়ে গেলে মাথায় আঘাত লাগে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। সে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা।