চুয়াডাঙ্গায় ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ মেলা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার ব্রান্ডিং ব্ল্যাক বেঙ্গল গোটের উন্নয়ন ও পুষ্টির চাহিদা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ব্ল্যাক বেঙ্গল গোটে’র মেলা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মেলায় ২৫ টি স্টল রয়েছে। এ সকল স্টলে ২৫ জন ছাগল পালনকারী তাদের খামারের ছাগল প্রদর্শন করেন। পরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।