চুড়ান্ত হয়েছে ই-কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ই-কমার্স বাণিজ্য পরিচালনায় স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চুড়ান্ত হয়েছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১।
পাশাপাশি এর প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রেখে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে সকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে ই-কমার্স এসোসিয়োশন অব বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, দেশের সংশ্লিষ্ট সকল প্রচলিত আইন ডিজিটাল কমার্স পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মাধ্যমে মাল্টিলেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা করা যাবে না। এসময় মন্ত্রী ১৩ দফা ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা তুলে ধরেন।