চীনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের টিকা পেতে দক্ষিণ এশিয়ার ৬টি দেশ নিয়ে জরুরি ভিত্তিতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’তে যোগ দিচ্ছে বাংলাদেশ।
দুপুরে করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এই প্ল্যাটফর্মে নেই ভারত। তিনি বলেন, যখন কোনো দেশের টিকা প্রয়োজন হবে তখন তারা বাংলাদেশের স্টোর থেকে সাহায্য নিতে পারবেন।তাছাড়া চীন আরো তিনটি সুবিধা দেবে। করোনাকালে এক দেশের সাথে আরেক দেশের সাহায্য-সহযোগিতা বাড়াতে ৬টি দেশ জোর দিয়েছে। বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করা দরকার তার সবই করা হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।
























