চীনা টেকনিশিয়ান হত্যাকান্ড নাশকতা বা দেশের অভ্যন্তরে পরিস্থিতির অবনতি ঘটানোর প্রেক্ষাপট নয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পিরোজপুরে কচা নদীর উপর নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চিন মৈত্রী সেতুর চীনা টেকনিশিয়ান হত্যার ঘটনা এটি একটি হত্যা কান্ড ছিনতাইয়ের, এইটাই সত্য। কোন ভাবেই এটা পরিকল্পিত ভাবে কোন নাশকতা বা দেশের অভ্যন্তরে ভয়াবহ পরিস্থিতির অবনতি ঘটানোর প্রেক্ষাপটের ব্যাপার নয়। এমন্তব্য করেছেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।
তিনি বলেন, আমাদের লক্ষ অপরাধীকে আইনের আওতায় আনা। সরকারের পরিষ্কার বক্তব্য কোন ভাবে কোন অপরাধী কোন পরিচয় নিয়ে দায় মুক্তি পাবে না। যত দ্রুত সম্ভব চার্জশীট দেওয়া হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। মন্ত্রী আজ চীনা টেকনিশিয়ান হত্যার ঘটনায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি ঘটনা স্থল পরিদর্শন করেন। গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুরে চায়না টেকনিশিয়ান লাওফান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়।