খুলনায় স্বজনদের ভিড়ে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে রোগীদের
																
								
							
                                - আপডেট সময় : ০২:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৮৯৮ বার পড়া হয়েছে
 
খুলনা মেডিকেলে স্বজনদের জন্য চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে রোগীদের। ওয়ার্ডে এক রোগীর সঙ্গে একজন স্বজন থাকার নিয়ম থাকলেও সেই নিয়মের বালাই নেই খুলনা হাসপাতালে। স্বজনদের ভিড়ে চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসক-নার্সরা। এতে অসুস্থ রোগীরা আরো আক্রান্ত হতে পারে বলে জানান ডাক্তাররা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ শয্যার হাসপাতালে চিকিৎসা নেন ১৫শ রোগী। চিকিৎসকসহ জনবল সংকটে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রোগীর স্বজন ও সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের চাপে দিশেহারা সবাই।
এক রোগীর আশপাশে বসে থাকেন তিন থেকে পাঁচজন এটেন্ডেন্ট। রোগীর পাশে যাবতীয় জিনিসপত্র ও স্বজনদের দেখে মনে হয় যেন এটাই তাদের ঘরবাড়ি-তাদের সংসার। রোগীদের সঠিক চিকিৎসা দিতে বাধাগ্রস্ত হচ্ছে।
বিশেষজ্ঞ ডাক্তার বলছেন, হাসপাতালের বাহিত রোগ-জীবাণু সংক্রমিত হচ্ছে বলে আশঙ্কা তাদের। অসুস্থ রোগীরাও বাইরের রোগীদের ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারনে সংক্রমিত হতে পারে।
আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন,রোগীর দর্শনার্থী নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলেও জনবলের অভাবে তা সঠিকভাবে পালন করা সম্ভব হয়নি। দক্ষিণবঙ্গের মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
																			
																		













