চিকিৎসার নামে বিএনপির তিন নেতা ষড়যন্ত্র করতে সিঙ্গাপুরে গেছেন কিনা, তা নিয়ে সন্দেহ : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৯৪০ বার পড়া হয়েছে
চিকিৎসার নামে বিএনপির তিন নেতা ষড়যন্ত্র করতে সিঙ্গাপুরে গেছেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি এখনো হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইভি রহমান পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তথ্যমন্ত্রী। কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলেই বিএনপি ক্ষমতায় থাকাকালে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার বিচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। এসময় বিএনপির নির্বাচন বর্জনের অধিকার আছে উল্লেখ করে তাদের নির্বাচন প্রতিহতের চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন ড. হাছান মাহমুদ।