থানার কাছে অফিস বানিয়ে পাবনায় চিকিৎসার নামে অভিনব প্রতারণা
																
								
							
                                - আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
 - / ১৫৬৫ বার পড়া হয়েছে
 
পাবনায় চিকিৎসার নামে অভিনব প্রতারণার অভিযোগে ইউনি ওয়ার্ল্ড সার্ভিস লিমিটেডের মালিক এম এ আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। থানার কাছে অফিস বানিয়ে এরকম প্রতারণায় বিস্মিত জেলাবাসী। অভিযানের সময় ভুয়া চিকিৎসা সরঞ্জামও আটক করা হয়। চিকিৎসার নামে প্রতারনাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে, ভুক্তভোগীরা।
প্রায় এক বছর আগে পাবনা শহরের শালগাড়িয়া এলাকার ইউনি ওয়ার্ল্ড সার্ভিস নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠান খুলে বসেন আকবর হোসেন ও তার সহযোগীরা। দাখিল পাশ আকবর নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ইউনানীসহ বিভিন্ন পদ্ধতির চিকিৎসা করেন। এক হাজার টাকার বিনিময়ে একটি মেশিনের মাধ্যমে মানবদেহের মস্তিষ্ক থেকে শুরু করে হার্ট, কিডনি, ফুসফুসসহ ৪২ ধরনের পরিক্ষার রিপোর্ট দিতেন তিনি। লোভনীয় লোল্ ্বেতনের আশ্বাস দিয়ে চার হাজার টাকায় মাঠকর্মীও নিয়োগ দেয়। মাস শেষে দু’শ থেকে তিন’শ টাকা হাতে দিতেন বলে ক্ষোভ জানায়, ভুক্তভোগীরা।
মাঠকর্মীদের টাকার বিনিময়ে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়। কোনো প্রতারনা হয়নি বলে দাবী করেন, সংশ্লিষ্টরা। এক মেশিনে ৪২ ধরনের পরীক্ষা বিষয়ে অবাক হন, অন্য চিকিৎসকরা। এক স্বাস্থ্যকর্মীর মামলায় প্রতারক এম এ আকবরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চিকিৎসার নামে প্রতারনাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে, ভুক্তভোগীরা।
																			
																		














