চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার
- আপডেট সময় : ০৭:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৮২৩ বার পড়া হয়েছে
চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ আশ্বাসে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। দুপুরে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেফতার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সব হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। হাসপাতালের প্রশাসনিক ব্লকে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ এ ঘোষণা দেন।
এরআগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারাদেশের সরকারী হাসপাতালে সেবাদান বন্ধ রাখেন ডাক্তাররা। সকাল থেকেই কর্মবিরতি শুরু করে জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসকরা। ফলে, বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের চেম্বারও। আইসিইউ চালু থাকলেও কোন ডাক্তার ছিলো না । গুরুতর রোগী থাকায় সেখানে নার্সরা সেবা দেন।বন্ধ ছিলো হাসপাতালের বহির্বিভাগও। ফলে সকাল থেকে অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিৎসা-ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েন রোগীরা। এর আগে, শনিবার ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করা হয়। এ ঘটনায়, দোষীদের গ্রেফতারে আলটিমেটাম দেন ডাক্তাররা। তবে, ২৪ ঘণ্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা।




















